বালতির পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:২০ পূর্বাহ্ন, ২রা নভেম্বর ২০২২
চুয়াডাঙ্গার দামুড়হুদার বিষ্ণপুরে বালতির পানিতে ডুবে আলিফ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আলিফ উপজেলার কুড়ুলগাছি গ্রামের মানিক মন্ডলের ছেলে।
মঙ্গলবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, নিহতের মা জেসমিন টিউবওয়েলের পাশে কাপড় ধুচ্ছিল এ সময় আলিফ পাশে থাকা পানি ভর্তি বালতিতে পড়ে যায়। তার মা এসে দেখে ছেলের মাথা পানিতে ডুবে আছে। তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক হুসনে আরা পারভীন তাকে মৃত ঘোষণা করেন।