রাজধানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:১৪ এএম, ২রা নভেম্বর ২০২২

রাজধানীর পশ্চিম রামপুরা এলাকার নিজ বাসা থেকে নিয়াজ মোর্শেদ নাদিম (২০) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির চতুর্থ সেমিস্টারের ছাত্র ছিলেন।
আজ মঙ্গলবার (১ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নাদিমের ভাই নাঈম বলেন, সোমবার রাতের যেকোনো সময় সে নিজের রুমে গলায় ফাঁস দেয়। আমরা সকালে সেটি দেখতে পাই। পরে পুলিশে খবর দিই। তারা মরদেহ উদ্ধার করে।
তিনি আরও বলেন, আমরা কখনোই তার কোনো অভাব অপূর্ণ রাখিনি। পরিবারের কারও সাথে তার মনোমালিন্য বা কথা কাটাকাটি কিছুই হয়নি। মৃত্যুর আগে সে তার মোবাইল, ফেসবুক এবং কম্পিউটারের সবকিছু রিসেট দিয়ে গেছে।
হাতিরঝিল থানার এসআই মিনহাজুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে দুপুরে তার মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় মরদেহটি ঢামেক মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, তার মৃত্যুর বিষয়ে কিছু জানাতে পারেনি পরিবার। তদন্ত চলছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।