হিমাদ্রী হত্যা, ৩ জনের ফাঁসির আদেশ বহাল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:১৪ পূর্বাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২২
কুকুর লেলিয়ে চট্টগ্রামে হিমাদ্রী মজুমদার হিমুকে হত্যার দায়ে তিন আসামি রিয়াদ, শাওন ও ড্যানির ফাঁসির আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিচারপতি ভীস্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। সেই সঙ্গে বাকি দুই জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট।
এর আগে ২০১৬ সালের ১৬ আগস্ট হিমাদ্রি হত্যার দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ডাদেশ দেন চট্টগ্রামের একটি আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- শাহ সেলিম টিপু, জুনায়েদ আহমেদ রিয়াদ, শাহাদাত হোসাইন সাজু, মাহাবুব আলী খান ড্যানি ও জাহিদুল ইসলাম শাওন।
মাদক ব্যবসার প্রতিবাদ করায় হিমুর ওপর ক্ষুব্ধ ছিল মাদক সিন্ডিকেটের সদস্যরা। ২০১২ সালের ২৭ এপ্রিল তাকে একা পেয়ে অপহরণ করে তারা। ঐদিনই পৈশাচিক হত্যাকাণ্ডের শিকার হয় প্রতিবাদী কিশোর হিমু।
জেবি/ আরএইচ/