বেইলি সেতু ভেঙ্গে পড়ায় চরম ভোগান্তিতে এলাকাবাসী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
পটুয়াখালীর দুমকি উপজেলার সরকারী লেবুখালী হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ভারানী খালের উপর বেইলি ব্রিজটি ভেঙ্গে পড়ায় শিক্ষার্থী সহ এলাকাবাসীর দীর্ঘদিনের যোগাযোগের একমাত্র মাধ্যম বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
সোমবার (৩১ জানুয়ারি) বেলা পৌনে ১২ টার দিকে পায়রা নদী থেকে একটি বালু বোঝাই বড় ট্লার নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে দীর্ঘদিনের পুরান বেইলি ব্রিজটি অতিক্রম করার সময় ধাক্কা লাগার সাথে সাথে নদীতে ভেঙে পড়ে আটকা পড়ে।পরে এলাকাবাসীর সহায়তায় টলারটি উদ্ধার করা হয়।
লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, সহস্রাধিক শিক্ষার্থী সহ হাজার হাজার মানুষের পারাপারের একমাত্র মাধ্যম বেইলি ব্রিজটি ভেঙ্গে পড়ায় দু:চিন্তায় এলাকাবাসী।
ব্রিজটি ভাঙ্গার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পরিদর্শন করেছেন দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাহাদাত হোসেন মাসুদ ও দুমকি থানার ওসি মোঃ আব্দুস সালাম সহ স্হানীয় জনপ্রতিনিধিগণ।
উপজেলা চেয়ারম্যান উপস্থিত সকলকে বেইলি ব্রিজটি অচিরেই নির্মাণ করা হবে বলে আস্বস্থ করেন।
এসএ/