শুক্রবারেও কারফিউ থাকছে গোপালগঞ্জে


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:২০ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৫


শুক্রবারেও কারফিউ থাকছে গোপালগঞ্জে
সিংগৃহীত ছবি।

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে সংঘটিত সহিংস ঘটনার পর জারি করা কারফিউর সময়সীমা আরও বাড়িয়েছে সরকার। 


আরও পাড়ুন: গোপালগঞ্জে যৌথবাহিনীর অভিযানে আটক বেড়ে ২০



বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।


তবে জনসাধারণের প্রয়োজনে আগামীকাল শুক্রবার (১৮ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কারফিউ আংশিকভাবে শিথিল থাকবে। ওই সময়ের মধ্যে মানুষ প্রয়োজনীয় কাজ সেরে নিতে পারবে।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্ব ঘোষিত সময় অনুযায়ী বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত যে কারফিউ জারি ছিল, সেটি আরও ১৭ ঘণ্টা বাড়িয়ে শুক্রবার বেলা ১১টা পর্যন্ত করা হয়েছে।


এরপর বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ সাময়িকভাবে তুলে নেওয়া হবে। এরপর আবারও দুপুর ২টা থেকে অনির্দিষ্টকালের জন্য তা বহাল থাকবে।


এদিকে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীও একই ঘোষণা দেন।


উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টির একটি কর্মসূচিকে ঘিরে বুধবার গোপালগঞ্জে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা জুড়ে কারফিউ জারি করে সরকার। প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।


প্রয়োজনে আপনি এতে নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি, স্থানীয়দের প্রতিক্রিয়া কিংবা রাজনীতিক বিশ্লেষকদের মন্তব্য যুক্ত করতে পারেন। জানালে তাও তৈরি করে দেব



আরও পড়ুন: গোপালগঞ্জে যৌথবাহিনীর অভিযানে আটক ১৪


উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টির একটি কর্মসূচিকে ঘিরে বুধবার গোপালগঞ্জে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা জুড়ে কারফিউ জারি করে সরকার। প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।



এসডি/