কুড়িগ্রামে প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ৫ই নভেম্বর ২০২২
কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক মো. ছাদেক আলীর অবসরজনিত বিদায় উপলক্ষ্যে সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, বিদায়ী অতিথি মো. সাদেক আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মির্জা মো. নাসির উদ্দীন। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রুহুল আমীন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা পুলিশ লাইন্স স্কুলের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবকরা।
সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শামসুল আলম।
অনুষ্ঠানে উপস্থিত সকলে বিদায়ী প্রধান শিক্ষকের সামনের জীবন সুখময়, মঙ্গলময় হয় সেই আশাবাদ ব্যক্ত করেন এবং কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলে প্রধান শিক্ষকের দ্বায়িত্ব নিয়ম শৃঙ্খলা ও নিষ্ঠার সাথে পালনের জন্য তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
জেবি/ আরএইচ/