বিকাল থেকে বরিশালে চলতে পারে বাস
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১০:৩৮ অপরাহ্ন, ৫ই নভেম্বর ২০২২
বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে বরিশালে জেলার অভ্যন্তরীণ সব রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। চলছে না দূরপাল্লার কোনো বাসও। বিএনপি নেতারা বলছেন, সমাবেশ বানচাল করতে ষড়যন্ত্র করা হচ্ছে। আর বাস মালিক নেতারা বলছেন, বিএনপির সমাবেশের কথা জানতেন না তারা।
জানা গেছে, শনিবার (৫ নভেম্বর) বিকাল থেকে বাস চলাচল শুরুর সম্ভাবনা রয়েছে। সন্ধ্যায় বরিশাল-ঢাকা নৌরুটের লঞ্চগুলো নির্ধারিত সময়ের মধ্যে ছেড়ে যেতে পারে।
৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রী থেকে শুরু করে নগরবাসীকে। শুক্রবার তা প্রকট আকার ধারণ করলেও আজ কিছুটা স্বস্তি ফিরেছে।বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে ছোট যানবাহনের সংখ্যাও বাড়ছে। তবে এখনও দূরপাল্লার বাস চলাচল শুরু না হওয়ায় সাধারণ যাত্রীরা বিকল্প উপায়ে গন্তব্যে যাচ্ছেন।
এ ব্যাপারে বাস মালিক গ্রুপের সাধারণ সম্পদাক কিশোর কুমার গণমাধ্যমকে বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে পাঁচ দফা দাবি নিয়ে লড়ছি। সেই দাবি বাস্তবায়ন নিয়ে কথা হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে সমাধান হবে।’
আরএক্স/