বিয়ে করলেন ৫৮ বছরের বিএনপি নেতা
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:১২ পূর্বাহ্ন, ৬ই নভেম্বর ২০২২

মেহেরপুর-১ আসনের সাবেক বিএনপির সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন অবশেষে পছন্দের কনে খুঁজে পেলেন। জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন। বর্তমানে তার বয়স ৫৮ বছর বয়সে বিয়ে করেছেন।
শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গার সাহেদ প্যালেসে এ বিয়ে অনুষ্ঠিত হয়। এ সময় পরিবারের সদস্য ও নিকটতম রাজনৈতিক সহকর্মীরা উপস্থিত ছিলেন।
তিনি জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, ভাষা সংগঠক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি আহমদ আলীর বড় ছেলে। তবে ২০০১ সালে বিএনপির সরকারের আমলে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
কনের বাড়ি চুয়াডাঙ্গার আসমানখালী এলাকার বন্দরভিটা গ্রামের মৃত মহাম্মদ আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি পেশায় একজন প্রাথমিক শিক্ষক।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

ভেড়ামারায় গভীর রাতে সন্ত্রাসী তাণ্ডব: বসতবাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও বোমা হামলা

লোহাগাড়ায় মাদ্রাসা ছাত্রকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে এবার ড্রোন নিয়ে নামল বিমানবাহিনী

মাটিরাঙ্গায় বাস মোটরসাইকেল মূখোমূখি সংঘর্ষে নিহত ১
