কিশোরীকে আটকে টানা ৫দিন ধ'র্ষ'ণ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:৫২ অপরাহ্ন, ৬ই নভেম্বর ২০২২


কিশোরীকে আটকে টানা ৫দিন ধ'র্ষ'ণ
প্রতীকী ছবি

মৌলভীবাজারের বড়লেখায় মায়ের অসুস্থতার কথা বলে আত্মীয়ের বাড়ি থেকে কৌশলে কিশোরীকে অপহরণ করে সিলেটের একটি হোটেলে ৫ দিন আটকে টানা ধর্ষণের অভিযোগ উঠেছে। 


এমন অভিযোগ পাওয়া গেছে বলাই মিয়া (৪৫) নামের ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ওই ব্যক্তি ৩ সন্তানের জনক। বলাই মিয়া বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের বাসিন্দা।


এ ঘটনায় ধর্ষণের শিকার কিশোরীর বাবা বাদী হয়ে বড়লেখা থানায় বলাই মিয়াকে আসামি করে মামলা করেছেন।


মামলার বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, ‘ভিকটিমের চিকিৎসা জনিত কারণে মামলা দায়েরে বিলম্ব হয়েছে। পুলিশ অভিযুক্ত আসামি গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।’


আরএক্স/