‘সাংবাদিকদের আয়কর দেবেন প্রতিষ্ঠান মালিকরা’
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:২৯ পূর্বাহ্ন, ৭ই নভেম্বর ২০২২
সাংবাদিক ও গণমাধ্যম প্রতিষ্ঠানের কর্মচারীদের আয়কর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকদের দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বলে জানা গেছে।
আজ রোববার (৬ নভেম্বর) হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. কাজী আখতার হামিদ ও দিদারুল আলম দিদার।
নবম ওয়েজবোর্ডে মন্ত্রিসভা কমিটির দুটি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এই রিট দায়ের করা হয়েছিল। সেই রিটেরই রুলের শুনানিতে আদালত এই নির্দেশ দেন।
আইনজীবী দিদার জানান, নবম ওয়েজ বোর্ড অনুসারে সাংবাদিক, প্রেস শ্রমিক এবং সংবাদমাধ্যম অফিসের প্রশাসনিক কর্মকর্তাদের আয়কর দেবেন প্রতিষ্ঠানের মালিকরা। এ সংক্রান্ত রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে আয়কর ও গ্র্যাচুইটির বিষয়ে মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন আদালত।
জেবি/ আরএইচ/