কারাগারে থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থী
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৩:৫২ পূর্বাহ্ন, ৭ই নভেম্বর ২০২২

জয়পুরহাটে কারাগারে বসে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন এক শিক্ষার্থী। তিনি পাঁচবিবি উপজেলার মহীপুর হাজী মহসিন সরকারি কলেজের শিক্ষার্থী।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জেল সুপার রীতেশ চাকমা।
আজ থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় কারাগার থেকে অংশ নিয়েছেন তিনি।
জানা গেছে, পাঁচবিবি উপজেলার আরজি অনন্তপুর গ্রামের শিক্ষার্থী আরাফাত হোসেন (২০)। নারী ও শিশু নির্যাতনের দুটি মামলায় ২০২২ সালের ২৭ জুলাই থেকে জয়পুরহাট জেলা কারাগারে রয়েছেন আরাফাত।
জামিন না হওয়ায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলামের অনুমোদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পরীক্ষা দেয়ার অনুমতি দেয়া হয়।
জেল সুপার রীতেশ চাকমা বলেন, দুই মামলায় গত ২৭ জুলাই থেকে আরাফাত কারাগারে। পরীক্ষার দিন তাকে সময় মতো প্রশ্ন দেয়া হয়েছে।
ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম বলেন, এক শিক্ষার্থী জেলা কারাগার থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

ভেড়ামারায় গভীর রাতে সন্ত্রাসী তাণ্ডব: বসতবাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও বোমা হামলা

লোহাগাড়ায় মাদ্রাসা ছাত্রকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে এবার ড্রোন নিয়ে নামল বিমানবাহিনী

মাটিরাঙ্গায় বাস মোটরসাইকেল মূখোমূখি সংঘর্ষে নিহত ১
