নামাজরত অবস্থায় যুবকের মৃত্যু


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:১১ পূর্বাহ্ন, ৯ই নভেম্বর ২০২২


নামাজরত অবস্থায় যুবকের মৃত্যু
প্রতীকী ছবি

ময়মনসিংহে নামাজরত অবস্থায় সুমন মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।


সোমবার (৭ নভেম্বর) নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের গোদারাঘাট পুরাতন বাসস্টেন্ড এলাকায় এই ঘটনা ঘটনা।


নিহত সুমন মিয়া নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে। তিনি পেশায় প্রাইভেটকার চালক ছিলেন।


নগরীর পুরাতন বাসস্টেন্ড এলাকার কেন্দ্রীয় শাহী জামে মসজিদের ইমাম হাফেজ মো. খোরশেদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, সুমন মিয়া নিয়মিত মসজিদে এসে নামাজ আদায় করতেন। আসরের সময় সে ফরজ নামাজের সাথে শরিক হতে পারেনি। আমরা নামাজ পড়ে বের হয়ে পড়লে সুমন নামাজ পড়তে আসেন। এসময় সুমন মসজিদে এসে একা একা নামাজ পড়ছিলেন। 


সিজদায় গিয়ে সুমন মিয়া উঠতে না পেরে কাঁত হয়ে পড়ে যায়। পরে আমরা টের পেয়ে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আরএক্স/