ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে ইউএনওর সংবাদ সম্মেলন
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৮:০৯ পূর্বাহ্ন, ৯ই নভেম্বর ২০২২
তাহিরপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ উপলক্ষে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির।
মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুর ২টায় উপজেলা বঙ্গবন্ধু কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির জানান, আগামীকাল উপজেলা ডিজিটাল উদ্ভাবনী মেলা ও উদ্ভাবনী অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। প্রযুক্তিবান্ধন নানা উদ্ভাবনের মাধ্যমে নাগরিক জীবনকে আরও সহজ, সমৃদ্ধ এবং স্মার্ট করে গড়ে তুলতে সারা দেশের উদ্ভাবকদের উদ্ভাবনী সক্ষমতা দেশের প্রয়োজনে কাজে লাগাতে সারা দেশের ন্যায় তাহিরপুরেও আয়োজন করা হচ্ছে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ এবং উদ্ভাবনী অলিম্পিয়াড।
এ ডিজিটাল উদ্ভাবনী মেলায় ০৪ টি প্যাভিলিয়নে বিভিন্ন স্টলের ব্যবস্থা থাকবে। প্যাভিলিন গুলো হল- ১. উদ্ভাবনী উদ্যোগ এবং স্টার্টআপ ২. ডিজিটাল সেবা ৩. হাতের মুঠোয় সেবা ৪. শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান।
তিনি আরোও জানান, উদ্ভাবনী আইডিয়া/প্রজেক্ট প্রদর্শনীর মাধ্যমে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উন্মুক্ত এ ৩টি গ্রুপ থেকে প্রথম স্থান অর্জনকারী ব্যক্তি/দল জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এছাড়াও ডিজিটাল উদ্ভাবনী সম্পর্কিত বিভিন্ন বিষয় উপস্থাপন করা হবে।
সংবাদ সম্মেলনে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান রনি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, উপজেলা সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন ও উপজেলার স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জেবি/ আরএইচ/