বিএনপির গণসমাবেশ

ফরিদপুরে ইন্টারনেট সেবা বন্ধ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:৪৭ পূর্বাহ্ন, ১৩ই নভেম্বর ২০২২


ফরিদপুরে ইন্টারনেট সেবা বন্ধ
ছবি: সংগৃহীত

বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে ফরিদপুরে সকাল ১১টার পর থেকে মোবাইল ইন্টারনেট পাওয়া যাচ্ছে না। ফরিদপুরের স্থানীয়রাসহ আশপাশের অনেক জেলা থেকে সমাবেশে আসা লোকজন এতে সমস্যায় পড়েছেন। সমাবেশের সংবাদ প্রচার নিয়েও অসুবিধার সম্মুখীন হয়েছেন সাংবাদিকেরা।


দেশ টিভির সাংবাদিক সজল সিকদার বলেন, ‘ইন্টারনেট সমস্যার কারণে শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত লাইভে যুক্ত হতে পারিনি।’


স্থানীয় ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান ফরিদপুর ক্যাবল নেটওয়ার্কের প্রধান শাহিন মিয়া বলেন, ‘ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ব্যাহত হয়নি, স্বাভাবিকই রয়েছে। তবে মোবাইল ডাটা বন্ধ রয়েছে।’

জেবি/ আরএইচ