আনোয়ারায় ৪৪ বোতল হুইস্কি জব্দ


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:৩১ এএম, ১৫ই নভেম্বর ২০২২


আনোয়ারায় ৪৪ বোতল হুইস্কি জব্দ
ছবি: জনবাণী

আনোয়ারায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪৪ বোতল হুইস্কি জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। গতকাল রবিবার (১৩ নভেম্বর ) কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।


তিনি বলেন,  গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন সাঙ্গু কতৃর্ক আনোয়ারা থানাধীন রায়পুর ইউনিয়নের বার আউলিয়া প্যারাবন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সমুদ্রের তীরে পরিত্যক্ত একটি সবুজ রংয়ের বস্তা তল্লাশী করে ৪৪ বোতল গ্র্যান্ড রয়েল হুইস্কি জব্দ করা হয়। এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।


পরবর্তীতে জব্দকৃত হুইস্কি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা  থানায় হস্তান্তর করা হয় বলে জানান তিনি।