দোয়ারাবাজারে বাল্যবিবাহ বন্ধ করলেন এসিল্যান্ড, পালিয়েছেন বর
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:২৫ পূর্বাহ্ন, ১৮ই নভেম্বর ২০২২
সুনামগঞ্জের দোয়ারাবাজারে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল ৬ম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রী।
বৃহস্পতিবার(১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বরযাত্রী আসার আগেই বিয়ের আয়োজন বন্ধ করে দেন দোয়ারাবাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদ জানান, উপজেলার বোগলা ইউনিয়ন ওই ছাত্রীর সঙ্গে পাশের ইউনিয়নের এক যুবকের বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিবাহের আয়োজন করায় কনের মাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপর দিকে ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে বরপক্ষ কনের বাড়িতে আসার সাহস পায়নি। পরে কনের পরিবারকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝিয়ে আসা হয়েছে।
এদিকে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবে না মর্মে মেয়ের মা অঙ্গীকার করেছেন। এসময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানা পুলিশের এ এস আই নোমান, সার্ভেয়ার রিপন চাকমা, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল কবির মুন্না, সাংবাদিক মামুন।
আরএক্স/