শিক্ষার্থীদের বাল্যবিবাহ ও মাদক বিরোধী শপথ গ্রহণ
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:০১ পূর্বাহ্ন, ১৮ই নভেম্বর ২০২২
‘মাদককে না বলুন বাল্যবিবাহ প্রতিরোধ করুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধকল্পে বাল্যবিবাহ ও মাদক বিরোধী শপথ গ্রহণ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক সংগঠন হাছেন আলী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে নাওডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে চার শতাধিক ছাত্র-ছাত্রীকে শপথ বাক্য পাঠ করান হাছেন আলী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী। শপথ বাক্য পাঠ শেষে স্কুল ও কলেজ মাঠ থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন,হাছেন আলী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহিদুল ইসলাম, নাওডাঙ্গা স্কুল এন্ড কলেজের সভাপতি হারুন অর রশিদ হারুন, কলেজের অধ্যক্ষ আব্দুল হানিফ, বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী, নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী, ফুলবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি উত্তম কুমার মোহন্ত, ইউপি সদস্য মজিবর রহমান বাবু,রাশেদুল হকসহ আরো অনেকে।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বলেন, সামাজিক উন্নয়নমূলক ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করাই হাছেন আলী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মূল লক্ষ্য। এরই ধারাবাহিকতায় আজকের এই কার্যক্রম । এরকম সামাজিক সচেতনতামূলক কাজে সংযুক্ত থাকতে পেরে আমি খুবই আনন্দিত এবং ভবিষ্যতে এটি অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।