ফুলবাড়ীতে হারভেস্টার মেশিন বিতরণ


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:১৪ পূর্বাহ্ন, ১৮ই নভেম্বর ২০২২


ফুলবাড়ীতে হারভেস্টার মেশিন বিতরণ
ছবি: জনবাণী

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দুইজন কৃষকের মাঝে ৫০ শতাংশ ভুর্তকি মূল্যে দুইটি ধান কাটাই-মাড়াই যন্ত্র হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।


উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ৫০ শতাংশ ভুর্তকি মূল্যে দুইটি ধান কাটাই-মাড়াই যন্ত্র হারবেস্টার মেশিন বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন। 


উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন। 


এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. মানিক রতন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহানুর রহমান, এসিআই কোম্পানীর মার্কেটিং অফিসার এসএম রহমতুল্লাহ ও ক্রেডিট অফিসার এসএম মেহেদী হাসান।


শেষে ফুলবাড়ী পৌরএলাকার দক্ষিণ সুজাপুর গ্রামের কৃষক গৌর চন্দ্র সরকার ও উপজেলার এলুয়ারি ইউনিয়নের জামগ্রামের কৃষক জাহেদুল ইসলামকে ৫০ শতাংশ ভুর্তকি মূল্যেও এসিআই কোম্পানীর পৃথক দুইটি হারভেস্টার মেশিন (ধান কাটাই-মাড়াই যন্ত্র) বিতরণ করা হয়।

জেবি/ আরএইচ/