আটোয়ারীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:১০ পূর্বাহ্ন, ১৮ই নভেম্বর ২০২২


আটোয়ারীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
ছবি: জনবাণী

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী দেশের এক ইঞ্চি জমি পরিত্যক্ত ও অনাবাদি না রাখার নির্দেশনা প্রদান করায় তা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বিকেলে উপজেলা পরিষদের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 


আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার মো. মুসফিকুল আলম হালিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এসএম সফিকুল ইসলাম, জেলা কৃষি অফিসার মো. রিয়াজ উদ্দিন, বিএডিসির উপ-পরিচালক মো. মোজাহারুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম।


অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি অফিসার নুরজাহান খাতুন, রাধানগর ইউপি চেয়ারম্যান মো. আবু জাহেদ, মুক্তিযোদ্ধা সাংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক প্রমূখ বক্তব্য রাখেন।

জেবি/ আরএইচ/