সড়ক দুর্ঘটনায় এক পরিবারের তিনজন নিহত
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:০০ পূর্বাহ্ন, ১৯শে নভেম্বর ২০২২
‘যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের মোটরসাইকেলে থাকা তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার (১৮ নভেম্বর) নাটোরের লালপুরে আনুমানিক বিকাল ৪টার দিকে লালপুর ইউনিয়নের ডেবরপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লালপুর উপজেলার বিরোপাড়া গ্রামের নূর মোহাম্মদের শহিদুল ইসলাম (৬০), তার ছেলে মো. সোহাগ (৩৫) ও নাতি মো. ইভান (৫)।
স্থানীয় বাসিন্দারা জানান, ডেবরপাড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা জি এম ট্রাভেল নামের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সোহাগ ও ইভান ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় শহিদুল ইসলামকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে জানান, তিন জনের লাশ থানায় নেওয়া হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালাতক।,
আরএক্স/