লালমনিরহাটে ৪ জেএমবির বিভিন্ন মেয়াদে সাজা
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:১৯ পূর্বাহ্ন, ২২শে নভেম্বর ২০২২
লালমনিরহাটে ৪ জেএমবি সদস্যর বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। এরমধ্যে ৩ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও অপর একজনকে সন্ত্রাসবিরোধী আইনে ১৪ বছরের সাজা দেওয়া হয়েছে।
সোমবার (২১ নভেম্বর) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন।
অস্ত্র আইন ও সন্ত্রাসবিরোধী আইনে মো. শফিকুল ইসলাম, মো. আপেল মিস্ত্রি, মোখলেসুর রহমান ও সন্ত্রাসবিরোধী আইনে তফিজুল ইসলামকে এ সাজা প্রদান করা হয়।
লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আকমল হোসেন বলেন, আজ তিনজন জেএমবি সদস্যকে যাবজ্জীবন কারাদন্ড ও অপর একজনকে ১৪ বছরের সাজা প্রদান করেছেন বিজ্ঞ আদালত। এ রায়ে রাষ্ট্রপক্ষ খুশি।
জেবি/ আরএইচ