পাবনায় ২১ শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:৫৬ পূর্বাহ্ন, ২৩শে নভেম্বর ২০২২
সোমবার (২১ নভেম্বর) সকাল ১০ টায় বেড়া শহীদ আব্দুল খালেক স্টেডিয়ামে সশস্ত্র বাহিনী দিবস যথাযথ মর্যাদার সাথে উদযাপনের লক্ষে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থা আয়োজিত ক্রিয়া প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা বেড়া পৌর সভার মেয়র আসিফ শামস্ রঞ্জন । উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সবুর আলী। মো. রাশেদুল কবীর নিবন্ধনকৃত ও উপ-পরিচালক সমাজসেবা কার্যালয় বেড়া। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা সিনিয়র ওরেন্ট অফিসার আলহাজ্ব মো. আলী সরকার, অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থা বেড়া পাবনা।
সভাপতি সিনিয়র ওরেন্ট অফিসার মো. মাজেদুল ইসলাম। সাধারণ সম্পাদক সিনিয়র ওরেন্ট অফিসার মো. হামিদুর রহমান। সাংগঠনিক সম্পাদক কর্পোরাল মো. হারুন অর রশিদ। সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কুদ্দুস। মো. মাহবুবুল আলম ফারুক সভাপতি কালের কন্ঠ শুভসংঘ পাবনা জেলা কমিটি।
আলী আকবর রাজু উপদেষ্টা কালের কন্ঠ শুভসংঘ পাবনা জেলা কমিটি এবং সদস্য কালের কন্ঠ শুভসংঘ কেদ্রীয় কমিটি।সভাপতি কামরুন্নাহার লুনা কালের কন্ঠ শুভসংঘ পাবনা সদর উপজেলা কমিটি। সাধারণ সম্পাদক নিপা ইসলাম কালের কন্ঠ শুভসংঘ পাবনা সদর উপজেলা কমিটি।অনান্য সদস্য সার্জেন্ট মো. আলী রেজা, সার্জেন্ট মোঃ ফজলুর রহমান, মো. সাইফুল ইসলাম, মো. বাবুল হোসেন, মো. সালাউদ্দিন, মো. নুর ইসলাম, মো. আবদুল হাই,মোঃ আবদুল মতিন, আলাউদ্দিন খান। আলোচনা শেষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ করেন।
আরএক্স/