ঢাবির হলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:২৭ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২২

ঢাবির জগন্নাথ হলের ছাদ থেকে পড়ে লিমন কুমার নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত লিমন ঢাবির আইইআর বিভাগের শিক্ষার্থী ছিলেন।
আজ বুধবার গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিহির লাল সাহা বলেন, আজ সকাল ১০টার দিকে সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ভবন থেকে ওই শিক্ষার্থী পড়ে যায়।
জেবি/ আরএইচ/