দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়লেন সমর্থক
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০১:৩৮ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২২
এবার দুধ দিয়ে গোসল করে কুড়িগ্রামে আর্জেন্টিনা দল ছাড়লেন আসিফ (২৬) নামের এক সমর্থক। এদিকে এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে।
গত মঙ্গলবার (২২ নভেম্বর) শহরের সিএন্ডবি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার পর্যন্ত আসিফ আর্জেন্টিনার সমর্থক ছিলেন। বিশ্বকাপ ফুটবল এলেই প্রিয়দল আর্জেন্টিনার প্রতি অগাধ ভালোবাসায় বাড়িতে আর্জেন্টিনার পতাকা, গায়ে জার্সি পরে এলাকা ঘুরতেন। প্রিয় দলের সমর্থকদের বিভিন্নভাবে উৎসাহ জোগাতেন।
এ বিষয়ে আসিফ জানান, আমার বোধ হওয়ার পর থেকে আর্জেন্টিনার সার্পোট করে আসছি। মনে প্রাণে আর্জেন্টিনাকে ভালোবাসি। আমার এ বয়সে জানা মতে আর্জেন্টিনা বিশ্বকাপ ট্রফি নিতে পারে নাই। বড় দলের সাপোর্টার হয়ে প্রতিবারেই লজ্জায় পড়েছি। তাই সিদ্ধান্ত নিলাম যতদিন বেঁচে থাকব আর কখনও আর্জেন্টিনা সাপোর্ট করবো না।