বাস চাপায় প্রাণ গেল এক পরিবারের ৩ সদস্যের
জনবাণী ডেস্ক
প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২২
ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।
আজ রোববার (২৭ নভেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- মাসুদুর রহমান (৫৫) ও তার স্ত্রী রহিমা বেগম (৪৫) ও মেয়ে মেহের নেগার সিমি (১৪)।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সারোয়ার হোসেন বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলেই মেয়েটির মা মারা যান।
ঠাকুরগাঁও সদর থানার ওসি কামাল হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে যাই। এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।