ঘোড়াঘাটে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল চালক ও হেলপারের


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:৫৮ পূর্বাহ্ন, ২৯শে নভেম্বর ২০২২


ঘোড়াঘাটে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল চালক ও হেলপারের
ঘোড়াঘাটে সড়ক দূর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় ট্রাকটি

দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল পাথর বোঝাই ট্রাকে থাকা চালক ও হেলপারের। নিহত ট্রাক চালক কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বাঁশ-আড়া গ্রামের সিরাজ শেখের ছেলে শিলন মিয়া(৪০), হেলপার একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সাইফুল ইসলাম(২২)।


সোমবার (২৮ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ঘোড়াঘাট ইসলামপুর মসজিদ সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া গামী একটি বালু বোঝাই ট্রাক যার নং- বগুড়া-ট ১১-১৯২৩ পূর্ব থেকেই বিকল হয়ে রাস্তার পাশে দাড়িয়ে ছিল।


অপরদিকে একই রাস্তার যাওয়ার সময় একটি পাথর বোঝাই ট্রাক যার নং- কুষ্টিয়া ট- ১১-২০৯৭ পিছন থেকে স্ব-জোরে বালু বোঝাই ট্রাকে ধাক্কা দিলে, ওই পাথর বোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাথর বোঝাই ট্রাকে থাকা চালক ও হেলপারের মৃত্যু হয়।


বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির বলেন, পাথর বোঝাই ট্রাকের মালিক, নিহত ট্রাক চালক ও হেলপারের পরিবারের সদস্যদের জানানো হয়েছে। তারা আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।