এসএসসির ফল
জিপিএ-৫ পেয়েছে দুই লাখ ৬৯ হাজার ৬০২ শিক্ষার্থী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:১৮ এএম, ২৯শে নভেম্বর ২০২২

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ৯টি সাধারণ শিক্ষাবোর্ডসহ মাদরাসা ও কারিগরি মিলিয়ে জিপিএ-৫ পেয়েছে দুই লাখ ৬৯ হাজার ৬০২ জন।
এদিকে, ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়েছে দুই লাখ ৩৩ হাজার ৭৬৩ জন।
আজ সোমবার (২৮ নভেম্বর) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন। পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত ফল তুলে ধরেন শিক্ষামন্ত্রী।