পারিবারিক পুষ্টি বাগানের উপকরণ বিতরণের উদ্বোধন
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:২৮ পূর্বাহ্ন, ২৯শে নভেম্বর ২০২২
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৪টি ইউনিয়ন ১টি পৌরসভা ১০১জন প্রান্তিক কৃষাণ ও কৃষাণীর মাঝে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর চারা ও উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনাবাদী পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে সবজি বীজ, ফলের চারা ও সার সহ বাগানের উপকরণ বিতরণ কাজের উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ এখলাছ হোসেন সরকার।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি অফিসার মোছা. খাতিজাতুল কোবরা, কৃষি সম্প্রসারণ অফিসর রুহুল আমিন, উম্মে সালমা আকতার, উপ সহকারী কৃষি কর্মকর্তাগণ, পারিবারিক পুষ্টি বাগানের সুবিধাভোগীগণ সহ অনেকে।
ঘোড়াঘাটে পারিবারিক পুষ্টি বাগানের উপকরণ বিতরণের উদ্বোধন করেন, উপজেলা কৃষি অফিসার মো. এখলাছ হোসেন সরকার।