ঘোড়াঘাটে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:৫৪ পূর্বাহ্ন, ৩০শে নভেম্বর ২০২২


ঘোড়াঘাটে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাটে শ্রী চয়ন কন্ঠ(১৭) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 


সে কামদিয়া নুরুল হক ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র, উপজেলার করঞ্জি দিঘীপাড়া গ্রামের শ্রী সজল কন্ঠের ছেলে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৮ নভেম্বন) দিবাগত রাত ১২টার পর কোন এক সময়ে পরিবারের লোকজনের অজান্তে চয়ন কন্ঠ বসত ঘরের বাঁশের তীরের সঙ্গে নিজের ব্যবহৃত মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করে।


মঙ্গলবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে পিতা সজল কন্ঠের আবেদনের প্রেক্ষিতে মরদেহটি পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করেন। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা সঠিক জানা যায়নি।


ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির বলেন, প্রাথমিক ভাবে লক্ষণ দেখে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রজু হয়েছে।


আরএক্স/