এসএসসিতে ফেল করায় কিশোরীর আত্মহত্যা
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৫:২৪ এএম, ৩০শে নভেম্বর ২০২২

সাতক্ষীরায় এসএসসি পরীক্ষায় ফেল করায় শারমিন সুলতানা নামের এক কিশোরী আত্মহত্যা করেছে।
গতকাল সোমবার (২৯ নভেম্বর) রাতে এ ঘটনাটি ঘটে। আত্মহননকারী শারমিন সুলতানা একই এলাকার ইউপি সদস্য শেখ সিরাজুল ইসলামের মেয়ে।
কালিগঞ্জ থানার ওসি হালিমুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হয়েছে। পরিবারের সদস্যরা অভিযোগ করেননি এবং তাদের অনুরোধে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
জেবি/ আরএইচ/