সাতক্ষীরা সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় ৮ জেলে আটক


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:১৬ পিএম, ২রা সেপ্টেম্বর ২০২৫


সাতক্ষীরা সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় ৮ জেলে আটক
আটক

অবৈধভাবে প্রবেশ করে সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় মৎস্য শিকারের সময় ৮ জেলেকে আটক করেছে বন বিভাগ।


মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে সোমবার (১ সেপ্টেম্বর) রাতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নটাবেকী অভয়ারণ্য এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক বনজীবীরা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পূর্ব কৈখালী এলাকার বাসিন্দা।


আরও পড়ুন: রূপগঞ্জে সন্ত্রাসীদের হাতে যুবক নিহত


সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ফজলুল হক জানান, ৩ মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। তবে আটক বনজীবীরা দুদিন আগেই অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে নিষিদ্ধ ঘোষিত নটাবেকী অভয়ারণ্য এলাকায় মাছ শিকারকালে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন প্রজাতির ৩০ কেজি মাছ জব্দ করা হয়েছে।


এসএ/