ডিমলায় মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:৫১ পূর্বাহ্ন, ৩০শে নভেম্বর ২০২২
নীলফামারীর ডিমলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নে অবস্থিত হেলীপ্যাড মাঠে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
খগাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
আলোচনা সভায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, খগাখড়িবাড়ী ইউনিয়নের আ.লীগের সভাপতি জাহাঙ্গীর আলম।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন৷
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খন্দকার এনামুল কবীর প্রমুখ।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি ছেলে-মেয়েকে শারীরিক ও মানসিকভাবে কর্মঠ ও সাহসী করে তুলতে মিনি স্টেডিয়াম নির্মাণ করার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য জুয়েল রানা রব্বু, আবুল কালাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হামিদুল ইসলাম, ঠিকাদারি প্রতিষ্ঠান মাস কনছোটিয়াম লিমিটেডের ম্যানেজারসহ স্থানীয় গণমান্য ব্যক্তিরা।