জঙ্গি ছিনতাই: আরও এক পুলিশ সদস্য বরখাস্ত


Janobani

আজাহারুল ইসলাম সুজন

প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ১লা ডিসেম্বর ২০২২


জঙ্গি ছিনতাই: আরও এক পুলিশ সদস্য বরখাস্ত
ছবি: সংগৃহীত

ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের মুখে স্প্রে করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মাহমুদুল আলম নামে এক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় মোট আট পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 


সাময়িক বরখাস্তকৃত পুলিশ সদস্যরা হলেন- সিএসএম আদালত হাজতখানার কোর্ট ইন্সপেক্টর মতিউর রহমান, হাজতখানার ইনর্চাজ এস আই নাহিদুর রহমান ভুইয়া,আসামিদের আদালতে নেওয়ার দায়িত্বরত এটিএসআই মহিউদ্দিন, কনেস্টেবল শরিফ হাসান, কনেস্টেবল আজাদ, কনেস্টেবল আব্দুস সাত্তার, কনেস্টেবল জয়নাল ও হাজত খানার ডিউটি বন্টন কারী মাহমুদুল আলম।


আজ বুধবার (৩০ নভেম্বর) ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার জসিম উদ্দিন জনবাণীকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামি ছিনতাইয়ের ঘটনায় মোট আটজন পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ বিষয় তদন্ত চলছে। তদন্ত শেষে প্রকৃতঘটনা জানা যাবে।


এর আগে রোববার (২০ নভেম্বর) দুপুরে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে প্রকাশক দীপন ও ব্লাগার অভিজিৎ  হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা। এসময় অপর দুইআসামি আরাফাত ও সবুরকে ছিনিয়ে নিতে চেষ্টা করে জঙ্গিরা। ঘটনাস্থল আরাফাত ও সবুরকে আটক করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় কোর্ট পরিদর্শক জুলহাস বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় অজ্ঞানামা আসামি করা হয় আরও ৭-৮ জনকে। 


এদিন রাত পৌনে ১০ টার দিকে  কোতোয়ালি থানায় করা মামলার সুষ্ঠুতদন্তের জন্য আসামিদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।