বিএডিসিতে নবনিয়োগ প্রাপ্ত

৯ম গ্রেডের কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত


Janobani

মো. রুবেল হোসেন

প্রকাশ: ০৭:৩১ পূর্বাহ্ন, ১লা ডিসেম্বর ২০২২


৯ম গ্রেডের কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত
ছবি: জনবাণী

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) তে ৯ম গ্রেডে নবনিয়োগপ্রাপ্ত ৩৮ জন কর্মকর্তার পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ১১তম বুনিয়াদি প্রশিক্ষণ কার্যক্রম গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। 


এ উপলক্ষ্যে ঢাকার গাবতলীতে অবস্থিত বীজ পরীক্ষাগারে আজ বুধবার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে বিএডিসি’র চেয়ারম্যান এ এফ এম হায়াতুল্লাহ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। 


অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের অতরিক্তি সচিব  মো. কবিরুল ইজদানী খানসহ বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের প্রতিনিধি উপস্থিত ছিলেন।  


বিএডিসি’র প্রশিক্ষণ কেন্দ্র টাঙ্গাইল জেলার মধুপুরে অবস্থিত। মধুপুরে অবস্থিত প্রশিক্ষণ কেন্দ্রের অবকাঠামোগত উন্নয়ন কাজ চলমান থাকায় প্রথমবারের মত প্রশিক্ষণ কার্যক্রম রাজধানীর গাবতলীতে অবস্থিত বিএডিসি বীজ পরীক্ষাগারে আয়োজন করা হয়। 


আয়োজিত প্রশিক্ষণ র্কমসূচির তাৎপর্য ও গুণগতমান অতীতে অনুষ্ঠতি যে কোন বুনিয়াদি প্রশিক্ষণের চেয়ে ভিন্নমাত্রা ও আঙ্গিকের। 


আরএক্স/