স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগ
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:৫৬ এএম, ২রা ডিসেম্বর ২০২২

কুড়িগ্রামে পারিবারিক কলহের জেরে সাহেরা নামের এক গৃহবধূকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
গত বুধবার (৩০ নভেম্বর) সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের ১ নং ওয়ার্ড পলাশবাড়ী (পশ্চিমপাড়া) গ্রামে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, মোখলেছ মিয়া তার শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে থাকত। কিস্তির টাকা নিয়ে বিভিন্ন সময় সাহেরা বেগম এর সাথে মোখলেস মিয়ার ঝগড়া লাগতো। দুপুরে মোখলেস মিয়া ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী সাহেরা বেগমকে জবাই করে বিছানায় রেখে ঘরে তালা লাগিয়ে পালিয়ে যান।
কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন,আমরা ঘটনা তদন্ত করে অপরাধীকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।
জেবি/ আরএইচ/