মেহেরপুর কুষ্টিয়া সড়কের ফোর লেন সড়কের উদ্বোধন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৪২ পূর্বাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২২


মেহেরপুর কুষ্টিয়া সড়কের ফোর লেন সড়কের উদ্বোধন
ছবি: জনবাণী

মেহেরপুর-চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কটির কুষ্টিয়া হতে মেহেরপুর পর্যন্ত যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ” শীর্ষক প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি ।

 

শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরে মেহেরপুর কলেজ মোড়ে এসড়কের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়।


সভাপতিত্ব করেন কুষ্টিয়া সার্কেল  সওজ, সড়কের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল। বিশেষ অতিথি মেহেরপুর-২(গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন ও গাংনী পৌর মেয়র আহাম্মদ আলী 


অনুষ্ঠানের মধ্যে স্থানীয় সরকার বিভাগের পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান ইয়ারুল ইসলাম ,সড়ক ও জনপদ বিভাগ মেহেরপুরের নির্বাহী প্রকৌশলী মনজুরুল করিম, উপ-বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল সামাদ বাবলু বিশ্বাস, আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্ন, আমদাহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম,বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান,বারাদী ইউনিয়নের চেয়ারম্যান মোমিনুল ইসলাম,কুতুপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান, সাহারবাটি ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান, কাথুলী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান রানা, ধানখোলা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জক,  প্রমুখ উপস্থিত ছিলেন।


প্রকল্পে প্রায় ৬৪৩ কোটি টাকার ব্যায়ে ৫৪ কিলোমিটার প্রস্থকরন করা হবে। এর মধ্যে প্রায় ৯ কিলোমিটার ৪ লেন সড়কের প্রস্থকরন করা হবে। এই প্রকল্পের কাজ শেষ হবে ২০২৪ সালের অক্টোবর মাসে।


আরএক্স/