বিয়ে বাড়িতে দু’পক্ষের সংঘর্ষে প্রাণ দিল কনের দাদি, বরসহ আটক ১২


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:৫১ পূর্বাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২২


বিয়ে বাড়িতে দু’পক্ষের সংঘর্ষে প্রাণ দিল কনের দাদি, বরসহ আটক ১২
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামে নাগেশেরী উপজেলায় বিয়ে বাড়িতে গহনা নিয়ে দ্বন্দে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কনের দাদি নিহত হয়েছেন। নিহতের নাম  তহুরন নেছা (৭২)।


গতকাল বৃহস্পতিবার (১ ডিসেম্বর) মধ্যরাতে উপজেলার কেদার ইউনিয়নের গোলেরহাট গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বরসহ ১২ জনকে আটক করেছে পুলিশ।


জানা গেছে, ওই গ্রামের  জামাল ইসলামের মেয়ে জেসমিন আক্তারের সাথে পার্শ্ববর্তী ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের ঘুন্টিঘর এলাকার আলিফ উদ্দিনের ছেলে রাইসুল ইসলাম রিপনের সাথে বৃহস্পতিবার রাতে বিয়ে রেজিস্ট্রি হয়। 


কনের বাড়িতে আসার পর ভোজ শেষে কনের গহনা নিয়ে দুপক্ষের বাকবিতণ্ডা থেকে দু’পক্ষ। সংঘর্ষ হয়। এসময় বর পক্ষের হামলায় কনের দাদি মাথায়  আঘাত পেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।


সংবাদ পেয়ে  নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বরসহ ১২ জনকে আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে কচাকাটা থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা জানান, এ ঘটনায় কনের বাবা কচাকাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।