পুলিশের কাছ থেকে জঙ্গি ছিনতাই: তিনজন কারাগারে


Janobani

আজাহারুল ইসলাম সুজন

প্রকাশ: ০৮:১৬ পূর্বাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২২


পুলিশের কাছ থেকে জঙ্গি ছিনতাই: তিনজন কারাগারে
পুলিশের কাছ থেকে জঙ্গি ছিনতাই কালে

ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মূল ফটক থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় করা মামলায় তিন জনকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।


তারা হলেন- খোতেজা আক্তার লিপি, নাসির মিয়া ও তানভীর হোসেন। তারা এ মামলার এজাহারনামীয় আসামি ঈদী আমিনের আশ্রয়দাতা বলে জানিয়েছে পুলিশ।  


শনিবার (৩ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহাম্মদ এর আদালত শুনানি শেষে  তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরআগে মামলার সুষ্ঠুতদন্তের স্বার্থে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পরিদর্শক মুহাম্মদ আবুল কালাম আজাদ তাদেরকে কারাগারে আটক রাখার আবেদন করেন।


এর আগে ২৭ নভেম্বর মামলার এজহারনামীয় আসামি ঈদী আমিন আদালতে আত্মসমর্পণ করেন। মামলার সুষ্ঠুতদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পরিদর্শক মুহাম্মদ আবুল কালাম আজাদ ঈদী আমিনকে ১১ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন।


এর আগে ২০ নভেম্বর দুপুরে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে প্রকাশক দীপন ও ব্লাগার অভিজিৎ  হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা। এসময় অপর দুইআসামি আরাফাত ও সবুরকে ছিনিয়ে নিতে চেষ্টা করে জঙ্গিরা। ঘটনাস্থল আরাফাত ও সবুরকে আটক করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় কোর্ট পরিদর্শক জুলহাস বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় অজ্ঞানামা আসামি করা হয় আরও ৭-৮ জনকে।


এদিন রাত পৌনে ১০ টার দিকে  কোতোয়ালি থানায় করা মামলার সুষ্ঠুতদন্তের জন্য আসামিদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।