আদালতে বিএনপি নেতা টুকু, সাত দিনের রিমান্ড চায় পুলিশ


Janobani

আজাহারুল ইসলাম সুজন

প্রকাশ: ০২:১৪ এএম, ৫ই ডিসেম্বর ২০২২


আদালতে বিএনপি নেতা টুকু, সাত দিনের রিমান্ড চায় পুলিশ
মহানগর দায়রা জজ আদালত- ছবি: সংগৃহীত

যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে রাজধানীতে পুলিশের উপর হামলার ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় আদালতে হাজির করা হয়েছে।


আজ রোববার (৪ ডিসেম্বর) তাকে আদালতে হাজির করে পুলিশ।


আদালতের হাজতখানায় তাকে রাখা হয়েছে। 


এছাড়া মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। ঢাকা মহানগর হাকিম শফি উদ্দিনের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।