বিএনপি নেতা টুকুসহ ৭ জন রিমান্ডে
আজাহারুল ইসলাম সুজন
প্রকাশ: ০৪:২০ এএম, ৫ই ডিসেম্বর ২০২২

যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ-সভাপতি নয়নসহ ৭ জনকে পুলিশের উপর হামলার ঘটনায় পল্টন থানায় করা মামলায় ৪ দিনের রিমান্ড দিয়েছে আদালত।
আজ রোববার (৪ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম শফি উদ্দিনের আদালতে মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিরা হলেন-সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় সহ সভাপতি নুরুল ইসলাম নয়ন, মোকলেস মিয়া, মোশাররফ হোসেন খোকন, জজ মিয়া, ফরিদ উদ্দিন মনা ও আব্দুল্লাহ।
এরআগে, গত শনিবার রাতে রাজধানীর আমিন বাজার থেকে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় সহ-সভাপতি নুরুল ইসলাম নয়নকে আটক করে পুলিশ।
জেবি/ আরএইচ/