৬৫ হাজার টাকা বেতনে বেসরকারি সংস্থায় চাকরি
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৯:৫৫ অপরাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২২
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি সংস্থা কোস্ট ফাউন্ডেশন। সংস্থাটি ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা আবেদনপত্র ই-মেইলে পাঠাতে পারবেন।
পদের নাম: সিনিয়র কো-অর্ডিনেটর,ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন।
পদের সংখ্যা: নির্ধারিত না।
বেতন: মাসিক বেতন ৬৫,০০০–১,১৬,০০০ টাকা।
আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে স্নাতকোত্তর বা এমবিএস (অ্যাকাউন্টিং/ফাইন্যান্স) ডিগ্রি থাকতে হবে। কোনো স্বীকৃত ফার্ম থেকে সিএ (সিসি) ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ভ্যাট, ট্যাক্স, অ্যাকাউন্টিং সফটওয়্যার ও এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। অডিট/রিপোর্ট/অডিট রেসপন্সে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে। বয়সসীমা ২৭-৩৫ বছর। চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।
আবেদন যেভাবে: আবেদনপত্র পাঠাতে হবে hr@coastbd.net এই ঠিকানায়। ইমেইলে সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ: ১০ ডিসেম্বর ২০২২।