স্ত্রীর সাথে অভিমান করে বিষপানে প্রাণ দিল যুবক
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:১৬ পূর্বাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২২

কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্ত্রীর সাথে অভিমান করে বিষপানে এক যুবক আত্নহত্যা করেছেন। ওই যুবকের নাম আসাদুল হক (৩০)। তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরকমন্ডল গ্রামের আবের আলীর ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, স্ত্রী থাকার পরও অন্য নারীর সাথে পরকীয়ায় লিপ্ত ছিলেন এক সন্তানের জনক আসাদুল। একমাস আগে এ নিয়ে মনোমালিন্য হওয়ায় বাপের বাড়ী চলে যান স্ত্রী। অনেক চেষ্টা করলেও ফিরে আসেননি স্ত্রী। তাই অভিমান করে সোমবার দুপুরে ঘরে রাখা কীটনাশক পান করেন আসাদুল । এক পর্যায়ে বিষক্রিয়ায় চিৎকার শুরু করলে পরিবারের লোকজন বিকাল ৩ টার দিকে তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ফুলবাড়ী থানার এসআই এবং নাওডাঙ্গা ইউনিয়ন বিট পুলিশ অফিসার একরামুল হক জানান, পরিবারের অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। থানায় ইউডি মামলা দায়ের হয়েছে।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

শান্তিপুর্ণ উপায়ে বাংলা বর্ষ বরণ হবে ইনশাল্লাহ: ডিসি নুসরাত

কুড়িগ্রাম রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিনামূল্যে তরমুজ খাওয়া কর্মসুচি

লালমনিহাটে কালবৈশাখীর তাণ্ডবে ঘর বাড়িসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

কুড়িগ্রাম জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্যজোট কমিটির আত্মপ্রকাশ
