পাহাড় ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:৫৩ এএম, ৯ই ডিসেম্বর ২০২২

কক্সবাজারের রামুতে পাহাড় ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রামু থানার ওসি আনোয়ারুল ইসলাম।
তিনি জানান, ঘটনাস্থলে ফায়ার সর্ভিসের কর্মীরা কাজ করছেন।
নিহতরা হলেন, ওই এলাকার আজিজুর রহমান (৫৫), তার স্ত্রী রহিমা খাতুন (৪৫), শাশুড়ি দিল ফুরুস বেগম (৭০) ও পুত্র বধু নাছিমা আকতার (২৫)।
ফায়ার সার্ভিসের রামুর স্টেশন কর্মকর্তা সৌমেন বড়–য়া জানিয়েছেন, আজিজুর রহমান নানা ব্যবস্থার পর নিজ বাড়িতে ফিরে রান্নার ঘরে রাতের খাবার খাওয়ার সময় হঠাৎ পাহাড় ধসে মাটি চাপা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মাটি চাপা থেকে ৪ জনের মৃত দেহ উদ্ধার করে। মাটির নিচে আর কেউ আছে কিনা তার জন্য কাজ চলছে।
তবে বৃষ্টি না হলে অসময়ে কেন পাহাড় ধস তিনি নিশ্চিত করতে পারেন নি।
আরএক্স/