৬২১ গ্রাম স্বর্ণ সহ দুই ভারতীয় নাগরীক আটক
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:০৯ পূর্বাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২২
চুয়াডাঙ্গার দামুড়হুদা ১১টুকরা (৬২১)গ্রাম স্বর্ণ সহ ভারতীয় দুই নাগরিক রাজেস খান (৪০) ও অনুপ কুমার (৩৫)কে আটক করেছে যশোর শুল্ক গোয়েন্দার একটি টিম।
রাজেস খান কোলকাতার চুড়িল্লা গুট্টার ছেলে ও অনুপ কুমার কোলকাতার রমেশ খার ছেলে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দর্শনা ইমিগ্রেশন চেকপোষ্ট থেকে এদেরকে আটক করা হয়।বেনাপোল যশোর শুল্ক গোয়েন্দা বিভাগের রাজস্ব কর্মকর্তা আব্দুর রহিম জানান,গোপন সংবাদের ভিত্তিতে তারা যানতে পারেন বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার হবে।
এমন সংবাদের ভিত্তিতে তারা দর্শনা ইমিগ্রেশন চেকপোষ্টে অবস্থান নেয়। পরে তারা পাচপোর্ট ধারী যাত্রী রাজেস খান ও অনুপ কুমারের শরীর তল্লাশী করার সময় তাদের জুতার ভিতরে লুকিয়ে রাখা ১১টুকরা (৬২১)গ্রাম স্বর্ণ উদ্ধার করে যার আনুমানিক মূল্য প্রায় ৪৫লক্ষ টাকা।
আরএক্স/