শ্বশুর বাড়ি থেকে বিদেশ ফেরত স্বামীর লাশ উদ্ধার!


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৩৫ পূর্বাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২২


শ্বশুর বাড়ি থেকে বিদেশ ফেরত স্বামীর লাশ উদ্ধার!
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পশ্চিম ইউপি'র লাপং মধ্যপাড়া গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে আসা বিদেশ ফেরত স্বামী রুবেলের লাশ উদ্ধার করেন নবীনগর থানা পুলিশ। 


জানা যায়,  লাপাং গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সুমাইয়াকে বিয়ে করেছিলেন একই উপজেলার সাতমোড়া ইউপি'র চেলিখলা গ্রামের জারু মিয়ার ওমান প্রবাসী ছেলে রুবেল। বিদেশ থেকে ফিরে শ্বশুর বাড়িতে বেড়াতে আসলে এ ঘটনাটি ঘটে বলে জানা যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ি-ঘর তালা অবস্থা ছিল বলে জানান। তালাবদ্ধ ঘর থেকে মৃত রুবেলের ঝুলন্ত অবস্থায় থাকা লাশ উদ্ধার করে আনেন নবীনগর থানা পুলিশ। হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে।


নবীনগর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত)  মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার জানান, তদন্ত সাপেক্ষে  দ্রুততার সাথে ব্যবস্থা গ্রহন করা হবে।


আরএক্স/