৩০ হাজার টাকা বেতনে চাকরি দেবে এনডিপি
জনবাণী ডেস্ক
প্রকাশ: ১০:৫৮ অপরাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২২
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)। প্রতিষ্ঠানটি তাদের ইআরসিসিপি প্রকল্পে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: লাইভলিহুড অফিসার।
পদের সংখ্যা: ১টি।
বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন ৩০ হাজার টাকা বেতন। তবে তিন মাস প্রবেশনাল হিসেবে কাজ করতে হবে। এরপর স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে।
আবেদন যোগ্যতা: যেকোনে বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। অ্যাগ্রিকালচার, লাইভস্টক বা সমমান বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। পদ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে প্রার্থীর বয়সসীমা ৪২ বছর। বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের প্রজেক্ট ম্যানেজমেন্ট, কম্পিউটার চালনায় দক্ষতা ও এমএস অফিসের কাজে আগ্রহী হতে হবে। ড্রাইভিং জানতে হবে। এমএস অফিসের কাজে দক্ষ থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর ঢাকার বাইরে কাজের আগ্রহ থাকতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহীদের সিভি পাঠাতে হবে ndphrd.bd@gmail.com এই ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ: ২৯ ডিসেম্বর, ২০২২