ঢাকা কলেজের শীতকালীন ছুটি শুরু ১৫ ডিসেম্বর
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ১১:২০ পিএম, ১৩ই ডিসেম্বর ২০২২

আগামী ১৫ ডিসেম্বর থেকে ঢাকা কলেজে শুরু হচ্ছে ১৬ দিনের শীতকালীন ছুটি। আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) অধ্যক্ষের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ জানান, আগামী ১৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিজয় দিবস, যিশু খ্রিস্টের জন্মদিন এবং শীতকালীন অবকাশ উপলক্ষে কলেজের ক্লাস স্থগিত থাকবে।
তিনি আরও জানান, তবে সরকারি ছুটি ব্যতীত অন্যান্য দিন অফিস ও বিভাগ খোলা থাকবে। একই সঙ্গে ঢাবি অধিভুক্ত সাত কলেজের স্নাতক প্রথম বর্ষের পরীক্ষা ও পরীক্ষা সংক্রান্ত সব কার্যক্রম চলবে।
এদিকে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষে কলেজের সব কর্মসূচিতে শিক্ষক-ছাত্র ও কর্মচারীদের উপস্থিত থাকতে হবে।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

ছাত্রীদের যৌনকর্মী বলা সেই ছাত্রদল নেতাকে আজীবন বহিষ্কার

ইসলামী ছাত্রশিবির নিয়ে উমামার ফেসবুক পোস্ট

বুলিংয়ের শিকার হচ্ছেন শিবির সমর্থিত নারী প্রার্থীরা: সিবগাতুল্লাহ

ডাকসু নির্বাচন স্থগিতের দাবিতে হাইকোর্টে রিট করলেন সাবেক ছাত্রলীগ নেতা
