শেখ হাসিনার হাত ধরে আমরা সে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছি: মেয়র টিটু
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:২০ পূর্বাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২২
ময়মনসিংহ মুক্তদিবস উপলক্ষ্যে এর ৩য় দিবসে রবিবার (১১ ডিসেম্বর)সন্ধ্যায় ছোটবাজার মুক্তমঞ্চে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) মেয়র মো: ইকরামুল হক টিটু বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা মানে সমৃদ্ধ বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আমরা সে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছি।
ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও ময়মনসিংহ জেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে মেয়র আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ স্বনির্ভরতা দিয়েছে, উন্নয়নশীল দেশে পরিণত করেছে। আওয়ামী লীগের অর্জনকে মানুষের কাছে তুলে ধরতে হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি মাথা তুলে দাঁড়াতে পারবে না।
মেয়র তার বক্তব্যে কৃষি, মৎস্য, শিক্ষা, বিদ্যুৎ, স্বাস্থ্য, জনপ্রশাসন ইত্যাদি নানা ক্ষেতে বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমকে তুলে ধরেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্থ্য থাকলে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাবে।
এছাড়া, মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে ময়মনসিংহ সিটি কর্পোরেশন গৃহিত বিভিন্ন উদ্যোগকেও তুলে ধরেন মেয়র। তিনি বলেন, আমরা চলার মুলমন্ত্র মুক্তিযুদ্ধ। আমরা সে চেতনাকে ধারণ করে এগিয়ে যাবার চেষ্টা করছি।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা শাখার সেক্টর কামন্ডারর্স ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ রফিকউজ্জামান, ঢাকা মহানগর ইউনিটের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মরি এমদাদুল হক বুলবুল, সেক্টর কমান্ডার্স ফোরামের মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান খান, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক লিটন পাল প্রমুখ।
আরএক্স/