মেডিসিন এন্ড ফুড ম্যানুফ্যাকচারার এ্যাসেসিয়েয়শনের আয়োজনে
পাবনায় মহান বিজয় দিবস পালিত
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:২৪ পূর্বাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২২
শুক্রবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সকাল ৮টায় পাবনা মেডিসিন এন্ড ফুড ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন এর উদ্যোগে একটি বিজয়ের র্যালি আব্দুল হামিদ রোড লতিফ টাওয়ার থেকে যাত্রা শুরু করে পাবনা জেলা প্রশাসন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
শেখ রাসেল শিশু পার্কে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান, পাবনা মেডিসিন এন্ড ফুড ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের সভাপতি রাশেদুজ্জামান রাশেদ, সাধারণ সম্পাদক ইমরুল হাসান রন্টি, সহ-সভাপতি সাইদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম ফারুক, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম , সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সহ সকল ইউনানী ঔষধ কোম্পানির মালিক বৃন্দ ।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনানী ডাক্তার সোসাইটি পাবনা জেলা শাখার সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক ইমরান হোসেন , সিনিয়র সহ-সভাপতি হাকিম শফিকুল ইসলাম , যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ পারভেজ সহ অন্যান্য চিকিৎসবৃন্দ ।