জিয়াউর রহমান ছিলেন মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী: শিখর এমপি


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:৪০ পূর্বাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২২


জিয়াউর রহমান ছিলেন মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী: শিখর এমপি
সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর এমপি।

বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপির) প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমান ও তার অনুসারীরা মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী বলে দাবি করেছেন মাগুরা-০১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর এমপি। 


শুক্রবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষ্যে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন।


তিনি বলেন,  মহান মুক্তিযুদ্ধে যে শক্তি আমাদের বিরুদ্ধে ছিলো, যারা এদেশের স্বাধীনতা চাইনি,  ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনদের সম্ভ্রমহানি করেছে সেই অপশক্তির বিরুদ্ধে আজও আমাদের লড়াই করতে হচ্ছে। আপনারা গভীরভাবে খেয়াল করলে দেখতে পাবেন আজকে যারা বিএনপি জামাত করছে তাদের পুর্বপুরুষরা সবাই রাজাকার বা রাজাকারের সাথে সম্পৃক্ত।   


প্রেসিডেন্ট জিয়াকে আপনারা মুক্তিযোদ্ধা বলেন! সে যদি মুক্তিযোদ্ধায় হবে তাহলে উনি জাতীর জনককে নির্মমভাবে হত্যা করার পরে রাষ্টীয় ক্ষমতায় এসে কেন রাজাকার শাহ আজিজকে প্রধানমন্ত্রী বানালেন? রাজাকার আব্দুল মান্নানকে কেন প্রতিমন্ত্রী বানালেন? আব্দুল আলিমকে কেন প্রতিমন্ত্রী বানালেন? আজকে বিএনপির যিনি সাধারণ সম্পাদক তার বাবা রাজাকারের তালিকায় ৫ নাম্বার অবস্থানে তাকে কেন প্রতিমন্ত্রী বানিয়েছিলেন? গোলাম আজমকে কেন নাগরিকত্ব দিলো? সে তো নারী নির্যাতন করে পালিয়ে গিয়েছিলো। সুতরাং এটা স্পষ্ট প্রমাণ জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের সাথে থাকলেও মূলত উনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অনুপ্রবেশকারী। যার প্রমাণ গুলো যারা দেখবেন পাকিস্তানি যে ডকুমেন্টস গুলো আমরা পেয়েছি সেখানে সব আছে। 


শনিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আ'লীগ সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক মো: হুমাউনুর রশিদ মুহিত সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ্যাড. শাখারুল ইসলাম শাকিল, জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান ফজলু।


আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহীন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. হারুনর রশীদ,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান।


অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা কাজী তারিকুল ইসলাম,  সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কানন, উপজেলা আ'লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম টোকন,  উপজেলা কৃষকলীগের সভাপতি মো: নজরুল ইসলাম মোল্লা, উপজেলা যুবলীগ নেতা আরজান বিশ্বাস বাদশা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো: আলিনুর মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান সাজ্জাদ প্রমুখ।


এসময় জেলা-উপজেলার  আওয়ামী লীগ, কৃষকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আরএক্স/